ফেসবুক কর্তৃপক্ষ আফগানদের জন্য নতুন নিয়ম চালু করলো

ফেসবুক কর্তৃপক্ষ আফগানদের জন্য নতুন নিয়ম চালু করলো

চলমান পরিস্থিতিতে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানদের নিরাপত্তার জন্য নতুন নিয়ম চালু করেছে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক, টুইটার ও লিংকড ইন কতৃপক্ষ। আফগানিস্থান নাগরিকদের সোশ্যাল একাউন্ট সুরক্ষিত রাখতে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকের নিরাপত্তা নীতির প্রধান নাথানিয়েল গ্লেইচার বৃহস্পতিবারএক টুইট বার্তায় জানান, ফেসবুক আফগানিস্তানে বন্ধুদের অ্যাকাউন্টের তালিকা দেখার বা অনুসন্ধান করার ক্ষমতা সাময়িকভাবে সরিয়ে দিয়েছে কতৃপক্ষ। অর্থাৎ কে কার বন্ধু বা মিউচুয়াল ফ্রেন্ড তা চাইলেও দেখা যাবে না এবং কেউ দেখতে পাবেনা। তিনি আরও বলেছেন, আফগানিস্তানে ফেচবুক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট লক করার জন্য ‘ওয়ান ক্লিক টুল’ চালু হয়েছেও বলে জানানো হয়েছে।

এর মানে হল যে যারা তাদের ফেসবুক বন্ধু না তারা তাদের টাইমলাইন পোস্ট দেখতে বা তাদের প্রোফাইল ফটো শেয়ার করতে পারবে না। টুইটার জানিয়েছে, আফগানিস্তানকে সুরক্ষিত রাখার জন্য তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিছু টুইট সরানো হবে বলেও জানানো হয়েছে। এক বিবৃতিতে টুইটার জানিয়েছে ‘আফগানিস্তানে বিদ্যমান পরিস্থিতির দ্রুত পরিবর্তন হচ্ছে। সাহায্য ও সহযোগিতা প্রত্যাশার ক্ষেত্রে মানুষ টুইটার ব্যবহার করছে বলেও আমরা দেখতে পাচ্ছি। প্রোফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড ইনও জানিয়েছে যে, আফগান নাগরিকদের নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা রক্ষায় তারাও উদ্যোগ গ্রহণ করেছে তারা।

মন্তব্যসমূহ (০)


Lost Password