মধুর পুষ্টিগুণে চুল হবে নরম আর মসৃণ, ফলাফল পাবেন পুজোর আগেই

মধুর পুষ্টিগুণে চুল হবে নরম আর মসৃণ, ফলাফল পাবেন পুজোর আগেই

আর মাত্র দিন কয়েক পরেই আসবে মা দুর্গা। করোনা আবহে পুজোর আমেজ এবারেও কিছুটা ফিকে। শহরজুড়ে সেভাবে পোস্টার নেই। পুজোয় কী কী বাধানিষেধ থাকতে পারে, সে ব্যাপারেও ধারণা নেই মানুষের মনে। তবে তার জন্য তো আর বন্ধ থাকবে না পাড়ার প্যান্ডেলে আড্ডা বা রেস্তোরাঁয় ভুরিভোজ কিংবা বন্ধুর বাড়িতে পার্টি তো আর বাদ থাকবে না! আর সেসব জমায়েতে ভালো ছবি তুলতে চাইলে এখন থেকেই খেয়াল রাখুন নিজের চুলের।

১. এক মগ জলে আধ কাপ মধু মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক কন্ডিশনার। শ্যাম্পি করার পর চুল আলতো করে মুছে নিন। তারপর এই মিশ্রণ দিয়ে চুল ধুয়ে নিন। এরপর চুলে আর জল লাগাবেন না। দেখবেন চুল হয়েছে নরম, আর কেমন ঝকঝক করছে।

২. অলিভ অয়েলের সঙ্গে মধু মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করতে পারেন। দু’চামচ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল গরম করুন। তাতে দিন দু’ টেবিলচামচ মধু। এবার এই মিশ্রণ দিয়ে চুল ভালো করে ম্যাসাজ করে নিন। তারপর ১০ মিনিট রেখে ধুয়ে নিন। তবে এটি স্ক্যাল্পে না লাগানোই ভালো।

৩. দুটো ডিম ভেঙে অল্প ফেটিয়ে নিন। তাতে দু’ টেবিলচামচ মধু যোগ করে আবার ভালো করে ফেটান। চুল ভালো করে আঁচড়ে নিয়ে তা কয়েকটা ছোট ছোট সেকশনে ভাগ করে নিন। তারপর হেয়ার ব্রাশের সাহায্যে পুরো হেয়ার প্যাকটা চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

৪. চুল কোমল করতে ব্যবহার করুন মধু আর টক টইয়ের সাহায্যে বানানো হেয়ার প্যাক। এটি চুলের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। তাই চুল রুক্ষ দেখাবে না একেবারেই। আধ কাপ টক দইয়ে সিকি কাপ মধু মেশান। এই মিশ্রণটা ২০ মিনিট লাগিয়ে রাখুন চুলে। দেখবেন যখন শুকিয়ে এসেছে, তখন শ্যাম্পু করে নিন।

মন্তব্যসমূহ (০)


Lost Password