স্পোর্টস ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমস-২০২১ এর ১০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন যুগান্তেরের জোতির্ময় মন্ডল ও মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম।
গত ২২ আগস্ট দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের ইনডোর গেমস। ইতিমধ্যে দাবা, কল ব্রীজ, অকশন ব্রীজ, ক্যারম একক (পুরুষ ও নারী), ক্যারম দ্বৈত ও নারী সদস্যদের লুডু প্রতিযোগিতা শেষ হয়েছে।
আজ সোমবার সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০০ মিটার স্প্রিন্টে যুগান্তরের জোতির্ময় মন্ডল ১৩.১০ সেকেন্ড সময় নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৪.০৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন নয়া শতাব্দীর মাহমুদুন্নবী চঞ্চল ও ১৫.০০ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম।
এর আগে মিনি ম্যারাথনে চ্যানেল আই’র তারিকুল ইসলাম মাসুম জনকন্ঠের রুমেল খানকে পেছনে ফেলে এই ইভেন্টে চ্যাম্পিয়ন হন। দ্বিতীয় স্থান অর্জন করেন রুমেল খান এবং তৃতীয় হয়েছেন যুগান্তরের জোতির্ময় মন্ডল।
খেলা পরিচালনায় সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ও কার্যনির্বাহী সদস্য রহমান আজিজ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন