রেললাইনে যাত্রীভর্তি বাস রেখে পালালো চালক

রেললাইনে যাত্রীভর্তি বাস রেখে পালালো চালক
MostPlay

রেললাইনের উপর যাত্রীভর্তি বাস রেখে পালিয়েছে চালক, এরপর ট্রাফিক পুলিশের দৃঢ়তায় বড় ধরনের দূর্ঘটনা থেকে রক্ষা পেলো বাসটি, সঙ্গে প্রাণে বাঁচলো অন্তত অর্ধশত যাত্রী। রাজধানীর জুরাইন রেলগেইট এলাকায় ঘটেছে এই ঘটনা। ব্যস্ততম জুরাইন রেলগেইট ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলের মাত্র রেললাইন।

ট্রেন আসার কয়েক মিনিট আগে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। বৃহস্পতিবার সন্ধায় ও ট্রেন আসার আগে যান চলাচল বন্ধ করে দেওয়া হয় নিয়মমতো। কিন্তু তার আগে আনন্দ ট্রান্সপোর্টের একটি বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায় রেললাইনের উপর। ভেতরে তখন অর্ধশত যাত্রী। গেটম্যানের সাথে কথা বলে জানা যায়,পুলিশ ও গেটম্যানদের সাহায্যে বাসটা সরানোর জন্য চেষ্টা চলছিল আরেকজন হাতে লাল কাপড় বাধা ঝান্ডা নিয়ে ছুটলেন স্টেশনের দিকে গেলেন।

ঘটনার সময় দায়িত্ব পালনে ছিলেন ট্রাফিক পরিদর্শক বিপ্লব ভৌমিক জানালেন কিভাবে ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেলো বাসটি। ট্রাফিক পরিদর্শক বিপ্লব ভৌমিক বলেন, আশেপাশের লোকজন চিৎকার করছিল ট্রেন আসতেছে,ট্রেন আসতেছে বলে। তখন বাসের ভেতরের যাত্রীরা আতঙ্কিত হয়ে গেছে ট্রেন আসার শব্দ শুনে। ভয় পেয়ে বাসের ড্রাইভার জানালা দিয়ে পালিয়ে যান। রেল লাইনের ওই জায়গাটা অনেকটা ভাঙ্গাচুরার কারণে সহজেই ধাক্কা দিয়ে গাড়িটা সরাতে পারেনি অনেক কষ্ট হয়েছে।

আমরা যখন বাসটা সরিয়ে ফেলি তার কয়েক সেকেন্ডের ভিতর ট্রেন টা পার হয়ে গেছে। বাসের চালক জানালেন, আমি ভয় পেয়ে গেছি তাই গাড়ির জানালা দিয়ে আমি নেমে গেছি। বাসের যাত্রীদের চিৎকার চেঁচামেচির কারণে আমি বাধ্য হয়ে ভয় পেয়ে জানালা দিয়ে পালিয়ে যাই। এতগুলো মানুষের প্রাণ বাঁচাতে পেরে বেশ তৃপ্ত ট্রাফিক পরিদর্শক বিপ্লব ভৌমিক এরই মধ্যে অনেক প্রশংসা কুড়িয়ে নিয়েছেন এই পরিদর্শক। তবে রেললাইন এলাকায় চলাচলের আরো সতর্ক হওয়ার পরামর্শ ট্রাফিক পুলিশের।

মন্তব্যসমূহ (০)


Lost Password