গরমে বাঁচবেনা করোনা!’ বলে বিপাকে চিকিৎসক

গরমে বাঁচবেনা করোনা!’ বলে বিপাকে চিকিৎসক

সামনেই গ্রীষ্মকাল। করোনাভাইরাসের ওপর গবেষণা করে এখন এই বিষয়টি নিয়েই আশায় বুক বাঁধছেন বিশেষজ্ঞরা। কারণ সাম্প্রতিক গবেষণা বলছে যে গরমে এই ভাইরাস টিকতে পারে না। তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রি সেলসিয়াসে গেলেই নোভেল করোনাভাইরাস মরে যাবে বলে মনে করছেন অনেকে। এই বিষয়ে কথা বলেছিলেন মুম্বাইয়ের ডাক্তার অনিল পাটিলও। আর এরপরই ডা. পাটিলকে নোটিশ পাঠাল মহারাষ্ট্র মেডিক্যাল কাউন্সিল। এমএমসি ওই চিকিৎসকের কাছে তাঁর দাবির সপক্ষে যুক্তি দেখাতে বলেছে।

এমএমসি’র প্রেসিডেন্ট ডা. শিবকুমার উত্তেকার বলেন, ‘ডা. পাটিলের কাছে জানতে চাওয়া হয়েছে, তাঁর দাবির কোনও গবেষণা অথবা ডেটাবেস আছে কিনা।’ তিনি আরও বলেন, ‘ভারতের কেন্দ্রীয় সরকার এই গুরুতর সময়ে যে নির্দেশিকা জারি করেছে, ডা. পাটিল তা অমান্য করেছেন। সেজন্য তাঁকে জবাব দিতেই হবে। তিনি বারবার একই কাণ্ড করছিলেন।’

তবে মুম্বাইয়ের কেইএম হাসপাতালে লাং সার্জন ডা. সুনীল কারখানিসও জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত যতটা জানা যাচ্ছে, তাতে করোনাভাইরাস তাপ-প্রতিরোধক নয় বলেই মনে করা হচ্ছে। তাপমাত্রা ৩০-৩৫ ডিগ্রিতে গেলেই এই নির্দিষ্ট গোত্রের ভাইরাসটি মরে যায়। সেক্ষেত্রে ভারতের বেশিরভাগ জায়গায় গরমকালে তাপমাত্রার পারদ যেখানে পৌঁছায়, তাতে এই ভাইরাস বেঁচে থাকতে পারবে না বলেই মনে হচ্ছে।’

মন্তব্যসমূহ (০)


Lost Password