শার্শায় কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

শার্শায় কিশোরীদের সচেতনতা মূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
MostPlay

যশোর জেলা রিপোর্টার: উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে যশোরের শার্শা স্কুলগামী কিশোরী শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এসময় অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষার্থীদের সচেতনতায় বাল্যবিবাহ, ইভটিজিং সহ শারীরিক ও মানুষিক বিকাশে বেড়ে উঠার বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন অতিথিরা।

সোমবার (২৭ জুন) সকালে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থা সহায়তা প্রকল্প( ইরেসপো) ২য় পর্যায়ের বাস্তবায়নে দিন ব‍্যাপি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড( বিআরডিবি) শার্শা উপজেলা শাখার আয়োজনে উপজেলার বারপোতা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি)’র কর্মকর্তা মোঃ আবু বিল্লাল এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নায়ারণ চন্দ্র পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার নাসিম উদ্দিন ৫ নং পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফফার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সহ অত্র বিদ‍্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠান শেষে শতাধিক ১০০ জন কিশোরীর মাঝে স্যানেটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password