প্রতারণার মামলায় সরকারি চাকরিজীবী ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

প্রতারণার মামলায় সরকারি চাকরিজীবী ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে এক ব্যক্তিকে সৌদিআরব পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লক্ষ টাকা নিয়ে প্রতারণা করার মামলার ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গত ১১ ডিসেম্বর রাতে আসামীদের কৈজুরী ইউনিয়নের আলালপুর গ্রামে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়।

আসামী তিনজন একই পরিবারের সদস্য। এক নম্বর আসামী মজিবর শেখ দুই নম্বর আসামী তার পুত্র রাতুল শেখ ও তিন নম্বর আসামী তার স্ত্রী নিলুফা বেগম। মজিবর শেখ ফরিদপুরে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি এমএলএস পদে চাকরি করেন।

মামলার বিবরণে জানা যায়, আসামীগণ বাদীর স্ত্রীর বড় ভাই, ভাবী ও ভাতিজা। আসামী মজিবর শেখ এর শ্যালক মুরাদ বিদেশে থাকে ও আদম ব্যবসা করে। সেই সুবাদে আসামী মজিবর এর নিকট একটি ফ্রি ভিসা রয়েছে বলে জানায়। যদি তাদের হাতে নগদ ৬ লক্ষ টাকা দেয় তাহলে তাকে ভালো বেতনে চাকরি দিয়ে পরবর্তী তিন মাসের মধ্যে বিদেশ পাঠিয়ে দিবে। বাদী জানান, ঘটনা ২০১৯ সালের ১০ জানুয়ারি।

আমি জমিজমা বিক্রি করে, ধার করে মোট ছয় লক্ষ টাকা মজিবর শেখ এর হাতে তুলে দিই। এ সময় তারা আমার নিকট হতে ১২ কপি পাসপোর্ট সাইজের ছবিও নেয়। কিন্তু দিন যায়, মাস যায় আমাকে বিদেশ আর নেয় না। যখন তাদের কাছে এ বিষয়ে জানতে চাই তখন তারা নানা টালবাহানা শুরু করে। এক পর্যায়ে গত ২৩ ফেব্রুয়ারী, ২০২১ তাদের নিকট আমার পাওনা টাকা ফেরত চাইলে তারা টাকার বিষয়টি অস্বীকার করে। ফলে বাধ্য হয়ে আমি তাদের বিরুদ্ধে মামলা করি।

মন্তব্যসমূহ (০)


Lost Password