নারায়ণগঞ্জে জালালী সঙ্গীত দলের আত্মপ্রকাশ

নারায়ণগঞ্জে জালালী সঙ্গীত দলের আত্মপ্রকাশ

যোগের তারতম্যে দেশে আজ আঞ্চলিক বা লোকসঙ্গীত নাই বললেই চলে। আগের মত তেমন দেখা যায়না জাড়ি-সাড়ি গানের আসর । এই হাড়িয়ে যাওয়া গান বাঁচিয়ে রাখতে দক্ষিণ সুনামগঞ্জ জালালী সংগীত দল, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ বৃহত্তর সিলেট-সুনামগঞ্জের সংগীত প্রিয় একদল যুবকের ঐকান্তিক প্রচেষ্টায় শুক্রবার (২০ আগস্ট) এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটায়।

দেশের মানুষকে গ্রাম বা আঞ্চলিক গানের মধ্য দিয়ে দেশীয় গানকে বাঁচিয়ে রাখাই এই সংগঠণের মূল উদ্দেশ্য।

জাতির জনক ,দেশের অন্ততম অনলাইন নিউজ পোর্টাল “বিডিটাইপ” ও “পাঠক কন্ঠ” কে স্বাগত জানিয়ে দুটি গান গেয়ে তাদের উদ্ভোধনী অনুষ্ঠান শুরু করেন। এছাড়া মোঃ শহিদুল ইসলামকে সভাপতি, মোঃ জায়েদুল কে সহ-সভাপতি, ও মোঃ আব্দুল শহীদ কে সাঃ সম্পাদক এবং মোঃ রুবেল কে ক্যাশিয়ার মনোনিত করে ১৬ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ’র পূর্ব ধর্মগঞ্জ ফরিদের ভিটার কার্যালয়ে সংগঠনের একশত সদস্যের উপস্থিতিতে সবাইকে মিষ্টিমুখ করে এর উদ্বোধন হয়। 

এছাড়াও অনুষ্ঠানে অতিতি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মগন্জ সমাজ উন্নয়ন সংসদের সভাপতি মোঃ মোশারফ হোসেন বাদল ও সাঃ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বেপারি, কার্যকরী সদস্য সাংবাদিক মোঃ মেহেদী মনজুর বকুল, বিশিষ্ট ব্যবসায়ী মো আাক্তার, মোঃ সুজন, বাংলা অনলাইন নিউজ পোর্টাল পাঠক কন্ঠ ডট কমের সম্পাদক মোঃ মিজানুর রহমান, বিডিটাইপের রিপোর্টার স্বপন রায় সহ অনেকে।

সভাপতি মোঃ রুবেল বিডিটাইপকে বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। যেন আমরা আমাদের মর্যাদা রক্ষা করতে পারি। সত্যিকার অর্থে শহরে আমাদের এই সংগঠন চালু করার একটাই উদ্দেশ্য- শহরের মানুষ ডিজে কিংবা বহির বিশ্বের গানের প্রতি বেশি আকৃষ্ট তাই আমাদের প্রচেষ্টা আমাদের মাধ্যমে যেন তারা দেশীয় গান শোনে দেশের গানের প্রতি যেন তাদের ভালবাসা আসে।

রুবেল আরও বলেন, আজ আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানে যে দুটি পত্রিকা এসেছে বিডিটাইপ ও পাঠক কন্ঠ আমার এই দলের পক্ষ থেকে তাদের জন্য শুভ কামনা ও দোয়া রইলো। আমরা দেশ বিদেশে যেখানে গান বলবো সেখানেই একবার হলেও এই দুই পত্রিকার নাম উচ্চারণ করবো। বলবো এই পত্রিকা গুলোর আন্তরিকতার কথা।

সংগঠনটির আরেক সদস্য বলেন, দেশের বড় বড় পত্রিকা কিংবা মিডিয়ারা শুধু বড় বড় কিছু প্রচার করে, ছোটদের কারো চোখে পড়েনা। আজ আমাদের এই ক্ষুদ্র সংগঠনটিকে যারা তুলে ধরেছেন এরাই আসল ,এরাই জনগনের কথা বলে। নামে বড় নয়, আপনারা গুনে বড় হবেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password