সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কাত্ব হারালেন ডেভিড ওয়ার্নার

সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কাত্ব হারালেন ডেভিড ওয়ার্নার

এবারের আইপিএল মৌসুমটা বেশ খারাপ যাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদের। ৬ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ। ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার টুকটাক রান পেলেও অধিনায়ক হিসেবে এবারের আইপিএলে যারপরনাই ব্যর্থ। বিশেষ করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সর্বশেষ ম্যাচটাই ভাগ্য নির্ধারণ করে দিয়েছে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। ব্যাটিং সহায়ক উইকেটে ৫৫ বলে ৫৭ রানের ধীর এক ইনিংস খেলে ভীষণ সমালোচিত হন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। যে ম্যাচটিতে তার দলও হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন ওয়ার্নার। গুঞ্জনটাই সত্য হলো সানরাইজ হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নারকে সরিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনকে অধিনায়ক হিসেবে ঘোষনা করলো।

ফ্র্যাঞ্চাইজিটি এক বিবৃতিতে জানিয়েছে, ডেভিড ওয়ার্নার আর হায়দ্রাবাদের অধিনায়ক থাকছে না। আগামী ম্যাচ থেকে কেন উইলিয়ামসন সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়কত্ব পাওল করবে। হায়দ্রাবাদের আগামী ম্যাচে বিদেশী খেলোয়াড় নির্বাচনেও পরিবর্তন আসবে বলে বিবৃতিতে বলা হয়েছে। এর মানে শুধু অধিনায়কত্ব নয় দল থেকেও জায়গা হারাতে পারেন এই অজি খেলোয়াড়।

ক্রিকেট খেলায় বাস্তবতাটা খুব কঠিন। অধিয়ানায়কের ক্ষেত্রে যেন আরও বেশি। যখন কোন অধিনায়ক সাফল্য পায় তখন তাকে নিয়ে টিম ম্যানেজমেন্টের উচ্ছাসের কোন কমতি থাকেনা। আবার সেই অধিনায়ক যখন দলকে সাফল্য এনে দিতে ব্যার্থহয় তখন তাকে ছুড়ে ফেলতেও খুব বেশি দেরী করেনা টিম ম্যানেজমেন্ট। ঠিক যেন তেমনটাই ঘটলো সানরাইজ হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ক্ষেত্রে। ২০১৬ সালে সানরাইজ হায়দ্রাবাদ ডেভিড ওয়ার্নারের হাত ধরেই আইপিএল শিরোপার দেখা পেয়েছিল। তখন তাকে ঘিরে উচ্ছাসের কোন কমতি ছিলনা। এখন ব্যার্থতার দায়ে তাকে টুর্নামেন্টের মাঝপথে ছুড়ে ফেলতেও দেরী করলো না।  

মন্তব্যসমূহ (০)


Lost Password