৮৪ জন ঈমাম,মোয়াজ্জিন ও খাদেমদের হাদিয়া দিলেন কাউন্সিলর খোরশেদ 

৮৪ জন ঈমাম,মোয়াজ্জিন ও খাদেমদের হাদিয়া দিলেন কাউন্সিলর খোরশেদ 

১০ মে ও১১ মে ২০২১, ১৩নং ওয়ার্ডের ১৯ টি মসজিদের ৮৪ জন ইমাম,মুয়াজ্জিন ও খাদেমকে ঈদুর ফিতর উপলক্ষে ক্ষুদ্র সম্মানি হাদিয়া দিয়েছেন ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদ - টাইম টু গীভ এর টিম লিডার  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।   মসজিদে কাউন্সিলর খোরশেদ নিজে উপস্থিত হয়ে ঈমাম,মুয়াজ্জিন ও খাদেমদের হাতে হাদিয়ার খাম তুলে দেন ।এসময় তিনি ইহতিকাফে অংশ নেয়া মুসুল্লিদেরও উপহার তুলে দেন।

১৩ নং ওয়ার্ডের ১৯ মসজিদে ইহতিকাফে অংশ নেয়া ৭৮ জন মুসুল্লিকে ক্ষুদ্র উপহার দিয়ে সম্মানিত করার উদ্যেগ নিয়েছেন টিম খোরশেদ এর টিম লিডার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এবারের উপহারে থাকছে ৬০ ইঞ্চি X ৩০ ইঞ্চি সাইজের উন্নত মানের টাওয়াল পহার প্রদান করেন।

উল্লেখ্য যে,২০০৪ সাল থেকে কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ  তার ওয়ার্ডের মসজিদ সমূহে ইহতিকাফে অংশ নেয়া মুসুল্লিদের সম্মানিত করে আসছেন।এ প্রসঙ্গে তিনি বলেন,ইহতিকাফে অংশগ্রহণকারীরা আল্লাহর ঘরের মেহমান হয়ে আসেন।এলাকাবাসীর পক্ষ থেকে তাদের উন্নত খাদ্য ও উপহার দিয়ে সম্মানিত করার রীতি প্রচলিত  ছিলো,যা ধীরে ধীরে বিপুপ্ত হয়ে গেছে।আমরা আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও ইহতিকাফকারীর সম্মানিত করার জন্য আমাদের এই ক্ষুদ্র চেষ্টা গ্রহন করেছি। 
 

মন্তব্যসমূহ (০)


Lost Password