করোনার টিকা উৎপাদন হবে দেশেই

করোনার টিকা উৎপাদন হবে দেশেই
MostPlay

করোনার ভ্যাক্সিন দেশেই উৎপাদনের লক্ষ্যে চীনের সিনোফার্মের সাথে একটি ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার। সোমবার ঢাকায় সিনোফার্ম টিকা যৌথ উৎপাদনের জন্য এই চুক্তিটি স্বাক্ষর করা হয়।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন দুটি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ ও চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশন এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ত্রিপাক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে সরকার। চুক্তি অনুযায়ী চীন থেকে আনা হবে ভ্যাক্সিন তৈরির প্রয়োজনীয় কাঁচামাল ও উপকরণ এবং সেটা প্রক্রিয়াজাতকরণ, লেবেলিং ও ফিনিশিং এর কাজ করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের একটি স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান।

তবে এখনো নির্ধারণ করা হয়নি কি পরিমাণে ভ্যাক্সিন উৎপাদন হবে আমাদের দেশে যেহেতু এটি নির্ভর করবে সিনোফার্ম কি পরিমাণ 'বাল্ক' আমাদের দেশে সরবরাহ করবে তার উপর। উৎপাদনের পর সরকার চুক্তি অনুযায়ী নির্দিষ্ট দামে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে ভ্যাক্সিন কিনে  এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক।  যদিও ভ্যাক্সিনের দাম এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন তিনি। 

দেশের জনসংখ্যার অনুপাতে আরো বেশসংখ্যক টিকার উপযোগিতা রয়েছে। চীন থেকে উৎপাদন করে টিকা আনা একটি সময়সাপেক্ষ ব্যাপার তাই দেশের জনগণের স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া বলে জানিয়েছেন মন্ত্রী। বর্তমানে দেশে টিকা উৎপাদন হলে আশা করা হচ্ছে দ্রুতই দেশের জনগণকে ভ্যাক্সিনের আওতায় আনতে পারবে সরকার যারা এখনো ভ্যাক্সিন গ্রহণ করতে পারেনি।

মন্তব্যসমূহ (০)


Lost Password