নতুন করে আবার দেশে করোনার টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে

নতুন করে আবার দেশে করোনার টিকার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে
MostPlay

নতুন করে আবারও বৃহস্পতিবার (৮ জুলাই২০২১) থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্ম থেকে করোনা ভাইরাসের টিকা নিতে যারা আগ্রহী তাদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে। আজ সোমবার ৫ জুলাই ২০২১ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দেশে এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর প্রয়োজন হতো। তবে এখন থেকে ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে অনলাইনে। এছাড়া যারা আইন শৃঙ্খলা বাহিনির সদস্য শিক্ষার্থী ও প্রবাসীসহ অন্য যাদের ভ্যাকসিন দেয়া হবে, তারাও নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য উন্মুক্ত করে সুরক্ষায় নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধনের জন্য প্রয়োজন হবে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার, আপনার মোবাইল ফোন নাম্বার এবং তথ্য। তার পরে স্বয়ংক্রিয়ভাবে আপনার তথ্য যাচাই করে নিবন্ধনের জন্য পরবর্তী ধাপে যেতে হবে। অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন www.surokkha.gov.bd

মন্তব্যসমূহ (০)


Lost Password