প্লাবিত এলাকা পরিদর্শন

প্লাবিত এলাকা পরিদর্শন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দূর্যোগপূর্ণ আবহাওয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত এলাকা পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করেন উপজেলা প্রশাসন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কিছু এলাকা প্লাবিত হয়। পরে আবার পানি নেমে যায়। চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামের প্লাবিত এলাকায় মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ এবং তাদের সার্বিক খোঁজ নেয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন।

বুধবার (২৬ মে) দুপুর ২ ঘটিকায় উপজেলার চর ফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীর।

এসময় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী শেখ মোহাম্মদ মাহফুজুল হোসাইন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক। চর ফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন লিটন ও ঘূর্নিঝড় প্রস্তুতী টিম সহ প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password