পদ্মা সেতু প্রকল্পে কর্মরত এক চীনা প্রকৌশলী নিখোঁজ

পদ্মা সেতু প্রকল্পে কর্মরত এক চীনা প্রকৌশলী নিখোঁজ

দেশের নিজস্ব অর্থায়নে নির্মিত একমাত্র পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। এ প্রজেক্ট এর কাজ দেওয়া হয় চীনার একটি প্রতিষ্ঠানকে। তবে পদ্মা সেতু প্রকল্পে কর্মরত এক চীনা প্রকৌশলী পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন বলে ধারনা করা হচ্ছে।

মঙ্গলবার (২২ জুন) রাত ৮টা থেকে ঝাও (২৫) নামে ওই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী ধারণা করছেন, তিনি কোনোভাবে পদ্মায় পড়ে তলিয়ে গেছেন। সিরাজুল কবীর জানান, লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কজে ঝাও (২৫) নিয়োজিত ছিলেন।

টাওয়ারের বিশাল জায়গায় শেট তৈরি করেই কর্মীরা সেখানেই থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন সবাই। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। হঠাৎ কাজ করার সময় তিনি নিখোঁজ হন এই চীনা প্রকৌশলী। সহকর্মীরা ঝাওকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর দায়িত্বশীলরা বিষয়টি পুলিশকে অবহিত করেন বলে জানিয়েছে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ।

মন্তব্যসমূহ (০)


Lost Password