মাধবদীতে বাল্য বিয়ের হিড়িক

মাধবদীতে বাল্য বিয়ের হিড়িক
MostPlay

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী পৌরসভাধীন ১০ নং ওয়ার্ডের আনন্দী গ্রামের পশ্চিম ঋষি পাড়ায় বাল্য বিয়ের হিড়িক পড়েছে বলে জানা যায়। আনন্দী পশ্চিম ঋষি পাড়ার গুরু পদ ঋষি দাসের না বালক ছেলে পবিত্র ঋষি দাস একই গ্রামের ঘর জামাই অজয় ঋষি দাসের স্ত্রী নও মুসলিম হওয়া পরমার নাবালিকা মেয়ে অপর্না রানির বিয়ে অদ্য ২৮ জুন রোজ সোমবার রাতে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

মেয়ের মামা মৃত খগেন্দ্র ঋষি দাসের ছেলে হারাধনের সাথে ছেলের কাকা আনন্দী গ্রামের পশ্চিম ঋষি পাড়ার কুলাঙ্গার, চরিত্র হীন, পর স্ত্রী আশক্ত, লম্পট, দুরাচার নিরু চন্দ্র ঋষি দাসের চুক্তির মাধ্যমে মোটা অংকের অর্থের বিনিময়ে সত্য ঘটনা ধামাচাপা দিয়ে এই বাল্য বিয়ে পড়ানোর দায়িত্ব পালন করছেন।

এদিকে আনন্দী গ্রামের পশ্চিম ঋষি পাড়ার সমাজের পঞ্চায়েত সহ সকল শ্রেণির জনগন বলাবলি করছেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে পুনরায় নিরু চন্দ্র ঋষি দাস ও হারাধন ঋষি দাস কিভাবে এই বাল্য বিয়ের অনুষ্ঠান পরিচালনা করতে যাচ্ছে? এটা এলাকা বাসির পক্ষ থেকে জানার বিষয়।

আর তাই এলাকা বাসি জানান, এ সকল দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করে সমাজ থেকে এ সকল অপকর্মের মদদ দাতাদের বিচার করা হউক। প্রজাতন্ত্রের স্হানীয় প্রশাসন ও মাধবদী পৌরসভার মেয়র মহোদয়ের সুদৃষ্টি কামনা করছেন এ এলাকার জনগন।

মন্তব্যসমূহ (০)


Lost Password