নরসিংদীর শিবপুরে নির্মাণাধীন কলেজ ভবনের ৪র্থ তলা থেকে পড়ে শিশু শ্রমিক আহত

নরসিংদীর শিবপুরে নির্মাণাধীন কলেজ ভবনের ৪র্থ তলা থেকে পড়ে শিশু শ্রমিক আহত
MostPlay

নরসিংদী প্রতিবেদক : নরসিংদীর শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের নির্মাণাধীন ভবনের ৪র্থ তলা থেকে পড়ে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র সুমন (১৫) নামের এক শিশু শ্রমিক গুরুতর আহত হয়েছে। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুর সঙ্গে লড়ছে।


করোনা কালীন সময়ে স্কুল বন্ধ থাকায় পরিবারের অভাব অনটনের করানে নির্মাণ শ্রমিকের হেলপার হিসেবে কাজ করত সে। কম খরচে শিশু শ্রমিক দিয়ে ঠিকাদার কাজ করাতো। মঙ্গলবার ৭ সেপ্টেম্বর দুপুর ১২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সরকারি শহীদ আসাদ কলেজের নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় রশিতে ঝোলানো মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ রশি ছিঁড়ে সুমন নিচে পড়ে যান। অপর শ্রমিক বাঁশে ধরে রক্ষা পায়।

এবিষয়ে সাব-কন্টেকদার মাহবুবের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন হাসপাতালে নিয়ে যাচ্ছি। শ্রম আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়োগকারীর। শ্রমিকের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ছাড়া নিয়োগকারী কাউকে কাজে নিয়োগ করতে পারবেন না।

আইনে এমন বাধ্যবাধকতা থাকলেও ব্যক্তিগত সুরক্ষা হেলমেট, গামবুট, নিরাপত্তা বেল্টসহ নিরাপত্তা উপকরণ ছাড়াই কাজ করছেন শ্রমিকেরা। জানতে চাইলে একাধিক শ্রমিক বলেন, পেটের দায়ে তাঁরা কাজ করেন। এসবের কথা বললে কাজ দেয় না।

মন্তব্যসমূহ (০)


Lost Password