চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক

চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মী আটক

৭ বস্তা চিনি ছিনতাইকালে ৫ ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ। চোরাইপথে আসা সাত বস্তা চিনি ছিনতাইয়ের চেষ্টাকালে ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়া পাঁচজনসহ সাতজনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় সিলেট সদর উপজেলায় কোম্পানীগঞ্জ সড়কের কাকুরপার অ্যাডভেঞ্চার ওর্য়াল্ড পার্কের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি অটোরিকশাযোগে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই চিনি নিয়ে আসছিলেন রাসেল ও লায়েক নামে দুজন। পথেঘটনাস্থলে আটকরাসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত চিনি ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় এসএমপির এয়ারপোর্ট থানার টহল পুলিশ ছিতাইয়ের চেষ্টাকারী পাঁচ যুবককে আটক করে।

এছাড়া চোরাই চিনি বহনকারী সিএনজি অটোরিকশার চালকসহ দুজনকেও আটক করা হয়। আটকরা হলেন- নগরের চৌখিদেখি ১৭৮/৫ বাসার মাহমুদ আহমদের ছেলে ফাহাদ আহমদ (৩৮), খাসদবির বন্ধন ৪২/সি বাসার মৃত আব্দুর রহমানের ছেলে ইসতিয়াক আহমদ রাজু (৩০), শাহী ঈদগাহ আবহাওয়া অফিস সংলগ্ন মানিক মিয়ার কলোনীর ইসমাইল আলীর ছেলে খোরশেদ আলম (৩৭), নগরের ইসলামপুর ৬১নং বাসার তোফায়েল আহমদের ছেলে লিটন (২৯), সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুরের ইসকন্দর আলীর ছেলে ও নগরের চৌখিদেখি লিচুবাগান ১৮/২ বাসার বাসিন্দা জুয়েল আহমদ (২৯)।

তারা এলাকায় ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে থাকেন জানা গেছে। আর চোরাই চিনি বহনকারী সিএনজি অটোরিকশার চালকসহ আটক অন্য দুজন হলেন-কোম্পানীগঞ্জের রাজাপুর খাগাইল এলাকার মঈন উদ্দিনের লায়েক (১৯) ও একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে রাসেল (১৮)।

এ ব্যাপারে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুনু মিয়া বলেন, চিনি ছিনতাইকালে তাদের আটক করেছে টহল পুলিশ। আটকরা বর্তমানে থানা হাজতে আছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তাদের শুক্রবার আদালতে পাঠানো হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password