অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবির হাতে আটক বিএসএফ সদস্য

অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানকে আটক করেছে বিজিবি। দিনাজপুরের বিরল সীমান্ত থেকে ভারতীয় সীমান্ত রক্ষীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। আটক হওয়া বিএসএফ সদস্যের নাম উপল কুমার দাস। দিনাজপুর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. আরিফুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে এক বিএসএফ সদস্য গরু-ছাগল তাড়ানোর জন্য ভুল করে জিরো লাইন ক্রস করে বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন।

এসময় তাকে আটক করা হয়। বিষয়টি বিএসএফের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে ফেরত দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password