সীমান্তে তিন রোহিঙ্গাকে রেখে পালাল দালাল

সীমান্তে তিন রোহিঙ্গাকে রেখে পালাল দালাল

সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে না পেরে দিনাজপুরের বিরামপুর দেশমা সীমান্তে একই পরিবারের তিন রোহিঙ্গা নাগরিককে রেখে পালিয়েছে দালালচক্র। উদ্ধারের পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে এমন তথ্য প্রকাশ করেন তারা। পরে বিজিবির ২৯ ব্যাটালিয়নের তত্ত্বাবধানে কক্সবাজার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয় তাদের।

আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরিফ-উল্লাহ আবেদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

উদ্ধার হওয়া রোহিঙ্গা আলী আহম্মদ এর ছেলে মো. মজিবুর রহমান (২৭) তার স্ত্রী মোসা. সাবিকুন্নাহার (২৪) এবং তাদের ছেলে মোহাম্মদ হোসেন (০৫)। এরা সবায় কক্সবাজারের উখিয়ার কুতুপালং ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১১১ নম্বর ঘরে বসবাসরত ছিল। তাদের কার্ড নম্বর ২২৫২৬৬।

মন্তব্যসমূহ (০)


Lost Password