বগুড়া জেলা কমিটির শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া জেলা কমিটির শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ৫ অক্টোবর চাকুরী জাতীয়করণের দাবিতে ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষে সোমবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন বগুড়া জেলা শাখার আয়োজনে এক প্রস্তুতি সভা জেলা কমিটির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের মহাসচিব আজিজুল হক রাজা। তিনি চাকুরী জাতীয়করণের ১ দফা দাবীতে আদায়ের লক্ষ্যে ঢাকার মহাসমাবেশকে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দুলু, বিএম ওবায়দুর রহমান বেনু, সাইফুল ইসলাম, হেলাল, হাফিজার রহমান, আব্দুল সবুর, বুলু মিয়া, শিক্ষক নেতা হারুন অর রশিদ, ফরিদুল ইসলাম,মিরাজুল ইসলাম, বিএনপির নেতা আনিছুর রহমান আনিছ, ব্যাংকার আব্দুল আজিজ, জালাল উদ্দিন প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে ১২টি উপজেলার সকল শিক্ষক কর্মচারীবৃন্দ আগামী ৫ অক্টোবর চাকুরী জাতীয়করণের দাবিতে ঢাকার মহাসমাবেশ সফল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password