খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবন্দিত্বের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে দলটি। সোমবার (৮ ফেব্রুয়ারি)  জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন— বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন নবী খান সোহেল, মির্জা আব্বাস, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘খালেদা জিয়া আজ তিন বছর ধরে কারাগারে, আবার কখনও গৃহবন্দি। সরকারের ইচ্ছায় আদালত কর্তৃক শাস্তির নামে তার সঙ্গে অন্যায় করা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়ার মুক্তি দরকার।’

স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘আমরা শুরুতেই ক্ষমা চাই, খালেদা ও তারেক রহমানের কাছে। কারণ, আমরা তাদের মুক্ত করতে পারিনি।’

সমাবেশের একপর্যায়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজধানীর কাকরাইলে ইসলামি ব্যাংক হাসপাতালে নিয়ে যান বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। পরীক্ষা–নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী।

মন্তব্যসমূহ (০)


Lost Password