তাসখন্দ সম্মেলনে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

তাসখন্দ সম্মেলনে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক
MostPlay

গতকাল (১৫ জুলাই, বৃহস্পতিবার) তাসখন্দ সম্মেলনে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। উজবেকিস্তানে অনুষ্ঠিত তাসখন্দ সম্মেলনে ব্যাস্ত সময় পার করছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ একে আব্দুল মোমেন। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপআলোচনা চলছে।

তিনি ইতোমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন মুহরদ্দীন এর সাথে বৈঠক শেষ করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে রিজিওনাল কানেক্টিভিটি বাড়ানো, কোভিড ১৯, এবং অমীমাংসিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসময় জয়শংকর বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের প্রশংসা করেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎকালে গুরুত্ব পায় রোহিঙ্গা সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন।

এছাড়া করোনা মোকাবেলায় চীন থেকে আরো ভ্যাকসিন সংগ্রহ করার ব্যাপারেও আলাপ হয়। ডঃ আব্দুল মোমেন এসময় কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে ভ্যাকসিন সরবরাহ করায় ধন্যবাদ জানান চীনা পররাষ্ট্রমন্ত্রীকে। তাজিকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে তাদের পররাষ্ট্রমন্ত্রীকে জয়েন্ট ওয়ার্কিং কমিশন গঠনের প্রস্তাব দেন ডঃ আব্দুল মোমেন।

এছাড়া রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ একটি বৈঠকে বসতে পারেন তিনি। যেখানে সম্প্রতি বার্মিজ মিলিটারী চীফের রুশ সফরে রাশিয়ার সাথে মায়ানমারে একটি মিলিটারী ডিল নিয়ে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন তিনি। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টিও এসময় গুরুত্ব পাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password