চুলের যত্নে কলার উপকারিতা

চুলের যত্নে কলার উপকারিতা
MostPlay

প্রায় সারাবছরই আমাদের দেশে পাওয়া যায় এমন ফলগুলোর মধ্যে কলা অন্যতম। এটি অত্যন্ত সহজলভ্য ও স্বাস্থ্যকর একটি ফল। কিন্তু আজকে আমরা শরীরের জন্য নয়, চুলের যত্নে কলার উপকারিতা সম্পর্কে জানবো। ১) যাদের চুল রুক্ষ ও ভঙ্গুর হয়ে যাচ্ছে দিন দিন বা চুল পড়া বেড়ে যাচ্ছে তারা অলিভ অয়েল ও কলার হেয়ার প্যাকটি ব্যবহার করলে উপকার পেতে পারেন।

এতে চুল শক্ত, মজবুত ও নরম থাকবে। ১টি পাকা কলা ও ২ টেবিল চামচ অলিভ অয়েল ব্লেন্ড করে একটি পেস্ট তৈরি করুন এবং মাথায় প্যাকটি ২০ মিনিট লাগিয়ে রাখুন। ২০ মিনিট পরে শ্যাম্পু করে ফেলুন। ২) অর্ধেক পাকা কলা,৩ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন এবং চুলের গোড়া লাগান।

কখনোই পুরো চুলে লাগাবেন না এটি । ২৫ মিনিট পর চুল শ্যাম্পু করে ফেলুন। এতে চুল খুসকিমুক্ত এবং মসৃণ হবে। ৩) ২টি পাকা কলা এবং ২ টেবিল চামচ মধু ব্লেন্ড করে নিন। এই প্যাকটি পুরো চুলে লাগিয়ে নিন। ১ ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন। এই প্যাকটি চুলকে ময়েশ্চারাইজ করে এবং ঘন করে।

মন্তব্যসমূহ (০)


Lost Password