জার্মান সুপার কাপ ঘরে তুলল বায়ার্ন মিউনিখ

জার্মান সুপার কাপ ঘরে তুলল বায়ার্ন মিউনিখ
MostPlay

রবার্ট লেভানদোভস্কির জোড়া গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ ঘরে তুলল বায়ার্ন মিউনিখ। জার্মান সুপার কাপের ইতিহাসে বায়ার্নের এটি টানা দ্বিতীয় ও রেকর্ড নবম শিরোপা।

সিগনাল ইদুনা পার্কে মঙ্গলবার রাতে ম্যাচের শুরুর দিকে বল দখলে ডর্টমুন্ড সামান্য এগিয়ে থাকলেও বায়ার্নের আক্রমণ তুলনামূলক গোছালো ছিল। লেভানদোভস্কির হেড লক্ষ্যভ্রষ্ট ও মুলারের শট প্রতিহত হওয়ার পর সুবর্ণ সুযোগ নষ্ট করেন কিংসলে কোমান। প্রথমার্ধের ১৫ মিনিটে ফাঁকায় বল পেয়েও আট গজ দূর থেকে উড়িয়ে মারেন ফরাসি মিডফিল্ডার। ৫ মিনিট পর সুযোগ পেয়েছিল ডর্টমুন্ডের রয়েস। কিন্ত সে সুযোগ মিস করায় এগিয়ে যাওয়া হয়নি ডর্টমুন্ডের। তবে ম্যাচের ৪১ মিনিটের সময় সুযোগ কাজে লাগিয়ে বায়ার্নকে লিড এনে দেন লেভানদোভস্কি৷ এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় বায়ার্ন।

বিরতি থেকে ফিরেই থমাস মুলারের গোলে লিড দ্বিগুণ করে বায়ার্ন মিউনিখ। রয়েসের অসাধারণ নৈপুণ্যে অবশেষে ৬৪তম মিনিটে জালের দেখা পায় বরশিয়া। এরপর খেলায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে কয়েক মিনিট পর ম্যাচের উত্তেজনা শেষ করে দেন লেভানদোভস্কি। ডি-বক্সের বাইরে আপাতদৃষ্টিতে নিরীহ বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ বরাবর শট নেন ডিফেন্ডার মানুয়েল আকাঞ্জি। সতীর্থের পায়ে লেগে আসা বল ধরে এগিয়ে সহজেই ব্যবধান বাড়ান লেভানদোভস্কি। সুপার কাপে তার গোল হলো সাতটি। এরপর আর কোন দল গোল করতে না পারলে ৩-১ গোলের জয় দিয়েই সুপার কাপ ঘরে তুললো বায়ার্ন মিউনিখ।

মন্তব্যসমূহ (০)


Lost Password