এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করলো বসুন্ধরা কিংস

এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করলো বসুন্ধরা কিংস
MostPlay

এএফসি কাপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিশেয়ন ক্লাবকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশের ক্লাব ফুটবলে নতুন জায়ান্ট বসুন্ধরা কিংস৷ জয় দিয়ে শুরু করা বসুন্ধরা দ্বিতীয় ম্যাচে ভারতের ব্যাঙ্গালুরু এফসির বিপক্ষে ড্র করেছে। এই ড্রর ফলে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বসুন্ধরা কিংস।

শনিবার (২১ আগস্ট) মালদ্বীপ জাতীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি লড়াইয়ে নামে বসুন্ধরা-বেঙ্গালুরু। প্রথমার্ধে দুই দলের লড়াইয়ে ছিল সমতা। কিন্তু দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে বেঙ্গালুরু। বসুন্ধরার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক আনিসুর রহমান। দ্বিতীয়ার্ধে একের পর আক্রমণ করে গেছে বেঙ্গালুরু৷

ম্যাচের ৭৪ মিনিটে ব্যাঙ্গালুরু এফসির শক্ত আক্রমণে গোলটা প্রায় হয়েই যাচ্ছিল। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি দিয়ে চেক করা হলে কি সিদ্ধান্ত হতো সেটা বলা কঠিন। তবে টিভির পর্দায় রিপ্লেতে মনে হচ্ছিল ক্রসপের নিচে বলটা চুমু খেয়ে গোল লাইনের ভেতরের অংশে পড়েছে। ব্যাঙ্গালুরু এফসির খেলোয়াড়রা ইন্দোনেশিয়ান রেফারি মুনির আলকাতিরির কাছে গোলের দাবী জানায়। তেড়ে ফুড়ে যাওয়া সুনীলকে ঠেকানোই কঠিন ছিল। খেলা শেষ হওয়ার পর ব্যাঙ্গালুরু এফসির অধিনায়ক সুনীল ছেত্রী রেফারির কাছে গিয়েছিলেন। হয়ত এই ঘটনা নিয়ে বলতে। তবে বসুন্ধরার ভাগ্য ভালো, বলটা আর এক সুতা ভেতরে পড়লে গোলের সিদ্ধান্ত এড়িয়ে যেতে পারতেন না রেফারি কিংবা স্বদেশী সহকারি রেফারি। শেষ পর্যন্ত গোল শূন্য অবস্থায় খেলা শেষ করে মুল্যবান একটি পয়েন্ট আদায় করে নিয়েছে বসুন্ধরা কিংস।

গ্রুপ ডি থেকে ২ ম্যাচে ১ জয় ও ১ ড্র-তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা। প্রথম ম্যাচে মাজিয়ার বিপক্ষে জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পায় রবসন-জিকোরা। ২৪ তারিখ শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে তাদের কী করতে হবে, সেটি আজ রাতে অন্য ম্যাচের পর পরিষ্কার হয়ে যাবে বসুন্ধরা কিংসের।

মন্তব্যসমূহ (০)


Lost Password