অপরাজিত থেকেও এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় বসুন্ধরার

অপরাজিত থেকেও এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় বসুন্ধরার
MostPlay

এএফসি কাপের দ্বিতীয় পর্বে যেতে হলে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের ক্লাব ফুটবলের নতুন জায়ান্ট বসুন্ধরা কিংসের। অপরদিকে ড্র করলেই দ্বিতীয় পর্ব নিশ্চিত এমন সমীকরণ নিয়ে মাঠে নেমেছিল ভারতের এটিকে মোহনবাগান। জয়ের লক্ষে নামা বসুন্ধরা প্রথমার্ধেই গোলের দেখা পেয়েছিল কিন্ত দ্বিতীয়ার্ধে মোহনবাগান গোল পরিশোধ করে ম্যাচ ড্র করে চলে যায় দ্বিতীয় পর্বে৷ আর তাতেই অপরাজিত থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হল বাংলাদেশের বসুন্ধরা কিংসকে৷

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে দুদলই আক্রমণাত্মক ফুটবল খেলে। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যেত পারতো বসুন্ধরা৷ ডিফেন্ডার তপু বর্মনের হেড ফিরে আসার পর তার ফিরতি হেডে রাউল অস্কার বেসেরার ভলি লক্ষ্যে থাকেনি। সুযোগ আসে মোহনবাগানেরও। ১৮তম মিনিটে সতীর্থের ছোট পাস ধরে ক্রিস্টন কোলাকোর শট পোস্টের বাইরে যায়। কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকো দ্রুত ছুটে এসে পথ আগলে দাঁড়ানোর কোলাকো ঠিকঠাক শট নিতে পারেননি। ২৩তম মিনিটে অধিনায়ক কৃষ্ণ রায়ের ব্যাক ভলি ক্রসবারের উপর দিয়ে যায়।

তবে ম্যাচের ২৮তম মিনিটে আর ভূল করেনি বসুন্ধরা৷ রবিনহোর সঙ্গে ওয়ান-টু পাসে বক্সে ঢুকে পড়েন জোনাথন ফের্নান্দেস। মোহনবাগানের বক্সের বাঁ প্রান্তের কোণায় দাঁড়িয়ে মাপা শটে গোলকিপার অম্রিন্দারকে পরাস্ত করেন ফের্নান্দেস। ম্যাচে লিড নেয়ার পর যখন বসুন্ধরার খেলোয়াড়েরা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে তখনই বিধি বাম। প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ১০ জনের দল পরিনত হয় বসুন্ধরা। প্রতিপক্ষ দলের শুভাশিসকে ফাউল করে লাল কার্ড দেখেন সুশান্ত ত্রিপুরা।

বিরতি থেকে ফিরে ১০ জনের বসুন্ধরাকে চেপে ধরে মোহনবাগান। একের পর এক আক্রমণের করতে থাকে তারা। ফলও পেয়ে যায় মোহনবাগান। ৬১ মিনিট পর বসুন্ধরার লিড হাতছাড়া হয়। বিশ্বনাথ ঘোষকে ফাঁকি দিয়ে বাঁ দিক দিয়ে বল বাড়ান লিস্টন, তার পাস থেকে সমতাসূচক গোল করেন ডেভিড উইলিয়ামস। ম্যাচে সমতা ফেরার পর ডিফেন্সে মনোযোগ বাড়ায় কলকাতার ক্লাবটি। ৮২ মিনিটে ইয়াসিন খান ও মাহবুবুর রহমান সুফিলকে এনেও কাঙ্ক্ষিত জয়সূচক গোলের দেখা পায়নি বসুন্ধরা। শেষদিকে ১০ জনের দল নিয়েও চেষ্টা করেছে বসুন্ধরা কিংস। কিন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

গ্রুপ পর্বে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে সাউথ জোনালের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখলো এটিকে মোহনবাগান। অপরদিকে কোন ম্যাচ না হেরে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ করল বসুন্ধরা।

মন্তব্যসমূহ (০)


Lost Password