লা লিগার দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাল বার্সেলোনা

লা লিগার দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারাল বার্সেলোনা
MostPlay

মেসিহীন বার্সেলোনা বড় জয় দিয়েই শুরু করেছিল এবারের লা লগার মৌসুম। কিন্ত মেসিকে ছাড়া লা লিগায় নিজেদের দাপট বেশিদিন টিকিয়ে রাখতে পারলো না বার্সেলোনা। লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচেই পয়েন্ট হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বিলবাওয়ের মাঠে শনিবার রাতে তারা কোনোমতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে বার্সা।

ম্যাচের প্রথম থেকেই বল নিজেদের দখলে রেখেছিল বার্সেলোনা কিন্ত গোলের দেখা পাচ্ছিল না। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে বার্সার থেকে পিছিয়ে ছিল না বিলবাও। সুযোগ পেলে বিলবাও আক্রমণ করেছে বার্সা শিবিরে। প্রথমার্ধে বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও জালের নাগাল পায়নি বিলবাও। তবে বিরতির পর ঠিকই জালের নাগাল পায় তারা। ম্যাচের ৫০ মিনিটের মাথায় ইকের মুনিয়ানের কর্নার থেকে হেডে বল জালে জড়ান মার্টিনেস। পিছিয়ে পড়ার পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে বার্সা৷ গোলও পেয়ে যায় কোম্যান শিষ্যরা।

ম্যাচের ৭৫ মিনিটে বার্সালোনাকে সমতা ফেরান মেমফিস ডিপাই। দুই দলই ক্রসবার দুর্ভাগ্য দেখেছে এই ম্যাচে। শেষ সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ম্যাচের শেষদিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। তবে কোন ক্ষতি হয়নি বার্সেলোনার। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল৷

ম্যাচের পর স্বাভাবিকভাবেই লিওনেল মেসির প্রসঙ্গ চলে আসে। মেসি না থাকাতেই কি আক্রমণভাগ দুর্বল হয়ে গেল বার্সার? দলের কোচ রোনাল্ড কোম্যান ‘শূন্যতা’টা অস্বীকার করেননি। ম্যাচ শেষে বার্সা বস কোম্যান বলেন, ‘সবসময় এক জিনিস নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। কিন্তু আমরা তো কথা বলছি বিশ্বের সেরা কাউকে নিয়ে। যখন মেসি ছিল, আমাদের প্রতিপক্ষ আরও বেশি ভীত থাকতো। কিন্তু এখন কী আর করার আছে!'

মন্তব্যসমূহ (০)


Lost Password