টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষনা

টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষনা
MostPlay

আগামী অক্টোবরে আরব আমিরাত ও ওমানে বসতে যাচ্ছে টি-টুয়নেটি বিশ্বকাপ আসর। সেই উপলক্ষে অংশগ্রহনকারি সব দেশকে ১০ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষনা করতে সময় বেধে দিয়েছে আইসিসি। সময় শেষ হওয়ার এক একদিন আগে অর্থাৎ আজ বিভিন্নভাবে যাচাই-বাছাই শেষে অবশেষে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আইসিসির নিয়ম মোতাবেক মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের মূল দল দিয়েছে বিসিবি। তবে করোনাভাইরাসের শঙ্কা আর দীর্ঘ সূচির কথা মাথায় রেখে ১৫ সদস্যের সঙ্গে আরও ২ ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপ নিয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ থেকে নিজেকে আগেই সরিয়ে নিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। যে কারণে দলে নেই তার নাম। দলে নেই কোনো চমক। নিউ জিল্যান্ড সিরিজে যারা খেলছেন সেই ১৫ জনকে নিয়েই বিশ্বকাপের দল সাজানো হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজ থেকে স্কোয়াডে নেই মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। তবে স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে নিয়ে যাওয়া হচ্ছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

যাদেরকে নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

মন্তব্যসমূহ (০)


Lost Password