তুরস্ক থেকে অস্ত্র আমদানিতে চতুর্থ বাংলাদেশ

তুরস্ক থেকে অস্ত্র আমদানিতে চতুর্থ বাংলাদেশ

তুরস্ক থেকে এবছরের প্রথম চার মাসে ৬০ মিলিয়ন ডলারের অস্ত্র আমদানি করেছে বাংলাদেশ। এর আগেও তুরস্ক থেকে বড় অঙ্কের অস্ত্র আমদানি করেছিল বাংলাদেশ। এ বিষয়ে তুরস্ক ব্রিফিংয়ে বলেছে ২০২১ এর প্রথম চার মাসে তুরস্ক ১ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে এর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। এছাড়াও বলা হয় তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্যরকম উচ্চতায় পৌঁছেছে। তুরস্ক থেকে বাংলাদেশ বিভিন্ন সামরিক যান, রকেট আর্টিলারি সিস্টেম সহ বিভিন্ন অস্ত্র ক্রয় করেছে‌ এবং পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ক্রয় করছে। ভবিষ্যতে তুরস্ক থেকে আরো সমরাস্ত্র আসার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, তুরষ্ক সফরে রয়েছে বাংলাদেশ সেনাপ্রধান। তিনি দেশটির ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরের সাথে সাক্ষাৎ করেন। উভয়ের সাথে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান তুরষ্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password