নতুন দুই প্রবাসী ফুটবলারকে নিয়ে বাংলাদেশ ফুটবল দল ঘোষণা

নতুন দুই প্রবাসী ফুটবলারকে নিয়ে বাংলাদেশ ফুটবল দল ঘোষণা
MostPlay

সেই সাফ চ্যাম্পিয়নশিপের আগে কিরগিজস্তানে অনুষ্ঠিত তিন জাতি টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে ডাক পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার। ডেনমার্কের জামাল ভূঁইয়া এবং ফিনল্যান্ডের তারিক কাজীর পর আরও দুই প্রবাসীর অভিষেক ঘটতে যাচ্ছে লাল সবুজের জার্সি গায়ে জাতীয় ফুটবল দলে। কানাডা প্রবাসী ফরোয়ার্ড রাহবার খানের সঙ্গে ডাক পেয়েছেন ফ্রান্স প্রবাসী মিডফিল্ডার নায়েব তাহমিদ ইসলাম।

আজ মঙ্গলবার দুপুরে বাফুফে কিরগিজস্তানগামী দলের ২৩ জনের নাম ঘোষণা করেছে। কিরগিজস্তানগামী দলের চমক বলতে নতুন দুই প্রবাসী ফুটবলার। রাহবার কানাডার সেমি প্রফেশনাল ওয়ান লিগে নর্থ টরন্টো নিট্রোসের হয়ে খেলছেন আর নায়েব ফ্রান্সের ফ্রান্সের পঞ্চম স্তরের দল ইউএসএসএ ভের্তু ক্লাবের হয়ে খেলেন।

নতুন দুই প্রবাসী ফুটবলারদের দলে ডাকলেও বাংলাদেশে থাকা প্রবাসীদের রাখা হয়নি ওই তালিকায়। বসুন্ধরা কিংসের হয়ে খেলা প্রবাসী ফুটবলার নবাব ও মাহদী হাসানকে কিরগিজিস্তানে যাওয়া দলে সুযোগ দেননি জেমি। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মূল সমস্যা স্কোরিং। তারপরও নাইজেরিয়ান থেকে বাংলাদেশি হওয়া এলিটা কিংসলেকেও দলে নেননি জেমি। যদিও কিংসলের ফিফা-এএফসির অনুমোদনের জটিলতা রয়েছে।

কিরগিজস্তান সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড: গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও মিতুল মারমা। ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, তপু বর্মন, রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, মেহেদী হাসান, মোহাম্মদ আতিকুজ্জামান। মিডফিল্ডার: মাসুক মিয়া জনি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সাদ উদ্দিন, রাকিব হোসেন, নায়েব মো. তাহমিদ ইসলাম। ফরোয়ার্ড: বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মদ ইব্রাহিম, মতিন মিয়া, রাহবার ওয়াহেদ খান।

মন্তব্যসমূহ (০)


Lost Password