বাংলাদেশ এবং চীনের সম্পর্ক বেল এন্ড রোড ইনিশিয়েটিভ এ গড়া:চীনা পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ এবং চীনের সম্পর্ক বেল এন্ড রোড ইনিশিয়েটিভ এ গড়া:চীনা পররাষ্ট্রমন্ত্রী
MostPlay

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং বাংলাদেশী পররাষ্ট্রমন্ত্রী ডা:একে আবদুল মোমেন আজ উজবেকিস্তান এর তাস্তকিন্ত এ আলোচনা কালে এ উক্তি করেন। তিনি আরো জানান,বাংলাদেশকে দেয়া ভ্যাক্সিন সহায়তা চীন চলমান রাখবে। একই সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব কে চীন সম্মান করে এবং তা রক্ষায় বাংলাদেশকে (Indirect Thread To India) সর্বদা সহায়তা করতে প্রতীজ্ঞ রয়েছে চীন। একই সাথে কোভিড-১৯ এর রাজনীতিকরণের বিরুদ্ধে বাংলাদেশ চীনের পক্ষে সমর্থন জানিয়েছে। চীনের মধ্যে কোভিডের উৎস কোথায় তার রাজনীতিকরণ এবং অপপ্রচার রোধে চীন এবং বাংলাদেশ সোচ্চার রয়েছে।

একই সাথে ডা:আব্দুল মোমেন চীন সহ দক্ষিণ এশিয়ায় দারিদ্রবিমোচনে চীন-বাংলাদেশ একসাথে কাজ করা এবং চীনের সাথে বাংলাদেশের স্ট্রাটেজিক সম্পর্ক আরো শক্তিশালী করার ব্যপারে গুরুত্বারোপ করেন।রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের আরো সহায়তা চাওয়া হয়েছে। একই সাথে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রজেক্ট এ অনুসমর্থন এবং অন্তর্ভুক্তিকরণ। চীনের এক চীন নীতি,হংকং,তিব্বত,শিঞ্জিয়ান প্রভিন্সকে চীনের অবিচ্ছেদ্য অংশ এবং চীনের শাসনব্যবস্থাকে চীনের অভ্যন্তরীণ বিষয় হিসেবেও দেখে বাংলাদেশ। পার্শ্ববর্তী কোন দেশ(ভারত) দ্বারা বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকী কিংবা প্রশ্নের সম্মুখীন হলে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকতে অংগীকারবদ্ধ বলে জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

মন্তব্যসমূহ (০)


Lost Password