রূপগঞ্জে অনুষ্ঠানে মান্না-তৈমূরের ওপর হামলা

রূপগঞ্জে অনুষ্ঠানে মান্না-তৈমূরের ওপর হামলা
MostPlay

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের জন্মদিনের একটি অনুষ্ঠানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, তার কন্যা ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকারকে লাঞ্ছিত করা হয়েছে। হামলায় অন্তত ৩০ জন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন।

গতকাল বিকালে রূপগঞ্জের রূপসী খন্দকার বাড়িতে ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা রাম দা, তলোয়ার ও ধারালো অস্ত্র দিয়ে অনুষ্ঠানের ওই মঞ্চে থাকা চেয়ার  টেবিল ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে। মঞ্চ থেকে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেয় তৈমূর আলম খন্দকার, তার  মেয়ে মার-ই-য়াম খন্দকার, নাগরিক ঐক্যের  নেতা মাহমুদুর মান্নাকে। 

তৈমূর আলম খন্দকারের ব্যক্তিগত সহকারী আলাল জানান, বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি কামনা, তৈমূর আলম খন্দকারের জন্মদিন উপলক্ষে রূপসী খন্দকার বাড়িতে দোয়ার আয়োজন করা হয়। বিকাল ৪টার মধ্যে মঞ্চে উপস্থিত হন মাহমুদুর রহমান মান্না,  তৈমূর আলম খন্দকার, তার মেয়ে ব্যারিস্টার মার-ই-য়ামসহ অনেকেই। ওই সময়ে স্থানীয় দুর্বৃত্তরা অস্ত্র নিয়ে হামলা চালায়। উপস্থিত লোকজনদের একের পর এক মারধর করতে থাকে।

মঞ্চ থেকে নেতাদের ধাক্কা দিয়ে মাটিতে ফেলে  দেয়। ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৩০ জন আহত হয়েছে। এছাড়া হামলাকারীরা সেখানে থাকা বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে। আকস্মিক এ হামলায় লোকজন আতংকিত হয়ে পড়ে। তৈমূর আলম খন্দকার জানান, মাহমুদুর রহমান মান্নাকে লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। এছাড়া পিটিয়ে আহত করা হয় তার অন্তত ২৮/৩০ জন কর্মীকে।

মন্তব্যসমূহ (০)


Lost Password