মিঠুনের বাড়িতে আরএসএস প্রধান,বিজেপিতে যোগ নিয়ে জল্পনা

মিঠুনের বাড়িতে আরএসএস প্রধান,বিজেপিতে যোগ নিয়ে জল্পনা
MostPlay

প্রথমে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নিয়ে জল্পনা। কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে নিয়ে জল্পনা এখন কমেছে। এবার জল্পনা শুরু বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে নিয়ে।

জল্পনার কারণ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আএসএস) প্রধান মোহন রাও ভাগবতের সঙ্গে মিঠুনের সাক্ষাৎকার। মঙ্গলবার ভোরে মুম্বাইয়ে মিঠুনের বাড়িতে যান ভাগবত। তারা বেশ কিছুক্ষণ সময় একসঙ্গে কাটান। তারপর ভাগবত চলে যান। এরপর মিঠুন চক্রবর্তী বলেছেন, 'দয়া করে কোনোরকম জল্পনা করবেন না। এখনো পর্যন্ত সেরকম কিছু হয়নি।'

এ তারকা অভিনেতার ব্যাখ্যা, 'আমার সঙ্গে মোহন ভাগবতের এক গভীর আধ্যাত্মিক যোগ আছে। লখনউতে আমি শুটিং করছিলাম। তখন তার সঙ্গে দেখা হয়েছিল। তাকে বলেছিলাম, মুম্বাই এলে অবশ্যই যেন আমার বাড়িতে আসেন। তাই তিনি এসেছিলেন।'

মিঠুনের সঙ্গে আরএসএসের যোগাযোগের কথা অবশ্য এতদিন সামনে আসেনি। মিঠুন বলার পর মানুষ তা জানলেন। কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই সাক্ষাৎ স্বভাবতই জল্পনা বাড়িয়ে দিয়েছে। কারণ বিজেপি-র শীর্ষ নেতারা রাজ্যে জনপ্রিয় কিছু ব্যক্তিত্বকে দলে চাইছেন। যিনি তৃণমূলের কাছ থেকে ভোট বিজেপি-র দিকে নিয়ে আসতে পারবেন। দলের তরফে হাওয়া তৈরিতে সাহায্য করতে পারবেন।

নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি-র এক নেতা বলেছেন, 'পশ্চিমবঙ্গের ভোটে মিঠুনকে পাওয়া গেলে তো নিঃসন্দেহে দল লাভবান হবে। মিঠুন কলকাতার ছেলে। তারকা-আকর্ষণ আছে। তাছাড়া তিনি অতীতে নানা ধরনের সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। লড়াই করে মুম্বাইতে জায়গা করে নিয়েছেন। এখনো তিনি টিভি শো-র বিচারক হলে সেই অনুষ্ঠানের টিআরপি বেড়ে যায়।'

মিঠুনের ক্ষেত্রে আবার রাজনীতিতে আসার ক্ষেত্রে একটাই অসুবিধা আছে। অতীতে মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক ইনিংস দীর্ঘস্থায়ী হয়নি। তৃণমূলের হয়ে তিনি রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে তিনি ২০১৬ সালে রাজনীতি ত্যাগ করেন।  ততদিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে তিনি সারদার কাছ থেকে নেয়া টাকা ফেরত দিয়ে সবকিছু মিটিয়ে নেন। তারপর অনেক দিন তিনি নিজেকে গুটিয়ে রেখেছিলেন। ফলে রাজনীতির অভিজ্ঞতা তার সুখের নয়।

সূত্র: ডয়চে ভেলে।

মন্তব্যসমূহ (০)


Lost Password