ফোন করে মিছিল না করতে বলা হয়েছে: সালাহউদ্দিন

ফোন করে মিছিল না করতে বলা হয়েছে: সালাহউদ্দিন

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, ‘নির্বাচন কমিশনকে আগেও অনেকবার বলেছি, একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। কিন্তু কমিশনের নিয়োগপ্রাপ্ত কিছু মহিলা ম্যাজিস্ট্রেট এক তরফাভাবে আমাকে প্রচারণায় বাঁধা দিচ্ছেন। কোথাও গেলে আমাকে ফোন করে বলে আপনি মিছিল করতে পারবেন না। অথচ সরকারি দলের প্রার্থী মিছিল মিটিং সবই করছেন। এটা কোন আইনের বলে?’

শুক্রবার (৯ অক্টোবর) যাত্রাবাড়ী ওয়াসা রোড জামে মসজিদে জুমার নামাজ পড়ার সময় মসজিদের প্রবেশের আগে সাংবাদিকদের এসব কথা বলেন সালাহউদ্দিন। এর আগে তিনি আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কিছু ম্যাজিস্ট্রেট প্রচারণায় বাঁধার সৃষ্টির অভিযোগে তিনি আরও বলেন, ‘নির্বাচন বিধিতে যে আইন আছে সেই আইনে নির্দিষ্ট সময়ে আমি সকল প্রকার মিটিং মিছিল ও গণসংযোগ করি। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) ৬০ নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারণায় গিয়েছিলাম, সেখানে পুলিশ এসে আমাকে ফোনে একজন মহিলা ম্যাজিস্ট্রেটকে ধরিয়ে দিলেন। সেই মহিলা ম্যাজিস্ট্রেটকে আমি নাম জিজ্ঞেস করলাম কিন্তু তিনি তার নাম বললেন না। আমি মিছিল বন্ধ করার কারণ জানতে চাইলেও তিনি আমাকে কোনও কারণ বলেননি।’

এসময় ঢাকা দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন, সহ-সম্পাদক আকবর হোসেন ভূঁইয়া নান্টু, যাত্রাবাড়ী বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ভাণ্ডারী, সহ-সভাপতি আনোয়ার হোসেন সরদার, সহ-সম্পাদক মাসুম দেওয়ান ও শাহীন আহমেদ শাহীনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password