শেখ রাসেল ভাস্কর্যে ইট নিক্ষেপ গ্রেফতার ১

শেখ রাসেল ভাস্কর্যে ইট নিক্ষেপ গ্রেফতার ১

যশোর শহরের চারখাম্বার মোড়ে নির্মিত শেখ রাসেল ভাস্কর্যকে লক্ষ্য করে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বেষ্টনীর কাচ ভেঙে গেছে। শনিবার (১৭ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজম ফকির (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতার আজিম ফকির যশোর সদর উপজেলার নওয়াপাড়া গ্রামের জয়নাল ফকিরের ছেলে ও প্রেস ব্যবসার সঙ্গে জড়িত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজিম ফকির বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়ান। শনিবার ভোরে তিনি চারখাম্বার মোড়ে সড়ক দ্বীপে নির্মিত শেখ রাসেল ভাস্কর্যে ইট ছুড়ে মারেন। এতে ভাস্কর্যের বেষ্টনীর কাচ ভেঙে যায়। এসময় সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি নজরে আসে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ রাসেল ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে আজিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।তিনি আরও জানান, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। তিনি এর আগে মাদক মামলায় জেলও খেটেছেন বলে পরিবার জানিয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password