চীন স্বীকার করলো সেনা কর্মকতার মৃত্যুর কথা

চীন স্বীকার করলো সেনা কর্মকতার মৃত্যুর কথা
MostPlay

গালওয়ান উপত্যকায় গত ১৫ জুন রাতে ভারতীয় সেনার সঙ্গে সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) কম্যান্ডিং অফিসারের মৃত্যুর ঘটনা মেনে নিয়েছে চীন। সেনা সূত্রের খবর, সোমবার পূর্ব লাদাখের চুশুলের অদূরে চীন নিয়ন্ত্রিত মলডো এলাকায় দ্বিপাক্ষিক কোর কমান্ডার স্তরের বৈঠকে চীন সেনার পক্ষ থেকে কম্যান্ডিং অফিসারসহ কয়েকজন সেনার মৃত্যুর কথা স্বীকার করা হয়েছে। গালওয়ানের ঘটনার পরে এই প্রথম চীনের পক্ষ থেকে তাদের সেনার মৃত্যুর খবর মেনে নেয়া হলো।

লেহতে অবস্থিত ভারতীয় সেনার ৩ নম্বর কোরের কম্যান্ডিং অফিসার লেফটেন্যান্ট জেনারেল হরেন্দ্র সিংহ এবং পিএলএ’র সম-স্তরের এক কর্মকর্তা এ দিনের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) উত্তেজনা কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে আলোচনা হওয়ার কথা।

পূর্ব লাদাখের বিভিন্ন এলাকায় এলএসি পেরিয়ে মে মাসে চীনা বাহিনীর অনুপ্রবেশের পরে গত ৬ জুন দু’পক্ষের লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে স্থির হয়েছিল, উত্তেজনা কমাতে দু’পক্ষই মুখোমুখি অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসবে।

গালওয়ানের পেট্রোলিং পয়েন্ট ১৪-তে চীনা সেন্যরা সেই প্রতিশ্রুতি পালন করেনি। ১৫ জুন রাতে এলাকা পরিদর্শনে গিয়ে বিষয়টি নিয়ে আপত্তি জানালে চীনা বাহিনীর হামলায় নিহত হন কর্নেল বি সন্তোষ বাবুসহ ২০ জন ভারতীয় সেনাবাহিনী। আহত হন অন্তত ৭৬ জন। 

ভারতীয় সেনা সূত্রের খবর, ১৬ বিহার রেজিমেন্টের প্রত্যাঘাতে হামলাকারী চীনা সেনাবাহিনীর অন্তত ৪৫ জন হতাহত হয়। এরপর থেকে গালওয়ান উপত্যাকা, গোগরা হট স্প্রিং, প্যাংগং লেকের উত্তরাংশের ফিঙ্গার এরিয়াসহ লাদাখের বিভিন্ন এলাকায় দুই পক্ষের সেনা তৎপরতা বেড়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password