টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম জয়

টোকিও অলিম্পিকে আর্জেন্টিনার প্রথম জয়

টোকিও অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেলো আর্জেন্টিনা। ফাকুন্দো মেদিনার একমাত্র গোলে মিসরকে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে দ্বিতীয় পর্বে ওঠার সম্ভাবনা বেঁচে রইলো মেসির উত্তরসূরিদের।

স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে আসা মিশর এদিন আর্জেন্টিনাকেও আটকে রাখে প্রথমার্ধে। ৫২তম মিনিটে আর পারেনি তারা, ফাকুন্দো মেদিনার গোলে এগিয়ে যায় অলিম্পিকের ফুটবল ইভেন্টে দুইবারের চ্যাম্পিয়নরা। কর্নার থেকে উড়ে আসা বল বক্সের মাঝখান থেকে ডানপায়ের শটে জালে জড়ান মেদিনা। কিছুক্ষণ আগে কর্নার থেকে তার হেড আঘাত করে গোলপোস্টে। ৪ মিনিটে অ্যাডল্ফ গাইচের প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল গোলবারে লাগায়। এই দুটি সুবর্ণ সুযোগ নষ্ট হলেও ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

এই জয়ের পর দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। তাদেরকে ২-০ গোলে হারানো অস্ট্রেলিয়া রয়েছে সবার ওপরে। শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ তিন নম্বরে থাকা স্পেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password