বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট ভাগাভাগি করলো আর্জেন্টিনা-চিলি

বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট ভাগাভাগি করলো আর্জেন্টিনা-চিলি

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন পর শুরু হয়েছে দক্ষিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনা নিজেদের মাঠে আজ (শুক্রবার) ভোরে চিলির বিপক্ষে মাঠে নামে। পুরো ম্যাচে দাপট দেখিয়েই খেললেও পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছে মেসির আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে এগিয়ে গেলেও পরবর্তীতে সানচেজের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুদল।

ডিয়েগো ম্যারাডোনার মৃত্যূর পর আর্জেন্টিনায় এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল মেসিরা। স্টেডিয়ামের সামনে মূর্তি উন্মোচন করে আর জার্সিতে ম্যারাডোনার ছবি সাঁটিয়ে এই কিংবদন্তীকে সম্মান জানিয়ে শুরু হয় ম্যাচ। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনা আক্রমন করতে থাকে। ছেড়ে কথা বলেনি চিলিও। কিন্তু গোল আদায় করতে পারছিল না কোন দল। ২০ মিনিটের দিকে পেনাল্টি বক্সে লাউতারো মার্টিনেজকে ফাউল করা হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিক থেকে ডানকোণায় বল মেরে ব্রাভোকে ঠান্ডামাথায় পরাস্ত করেন আর্জেন্টাইন অধিনায়ক। এই লিড বেশিক্ষন ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ৩৭ তম মিনিটে শোধ করে দেয় চিলি। অ্যালেক্সিজ সানচেজ ফেরান সমতা। ভিএআর দিয়ে বেশ কিছুক্ষণ দেখা হলেও শেষ পর্যন্ত বলবৎ থাকে গোলটি। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে দুদলই রক্ষনে বেশি মনোযোগি হয়। তবে ম্যাচের শেষ দিকে আক্রমনে মন দেয় মেসিরা। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু আর্জেন্টিনার আক্রমনগুলো চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে পরাস্ত করতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় খেলা শেষ হয়।

কাতার বিশ্বকাপ-২০২২ এর বাছাইয়ে আর্জেন্টিনার এটি দ্বিতীয় ড্র। ৫ ম্যাচে ১১ পয়েন্ট টেবিলের দুইয়ে তারা। চিলির সংগ্রহ ৫ ম্যাচে ৫ পয়েন্ট। ৪ ম্যাচে ১২ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল।

মন্তব্যসমূহ (০)


Lost Password