বিশ্বকাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

বিশ্বকাপ বাছাইপর্বে রাতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল
MostPlay

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের জন্য অপেক্ষা করে থাকেন পুরো বিশ্বের ফুটবল ভক্তরা। গত জুলাইয়ে কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পর আবারও মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে একে অপরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে এই দুদল। আর্জেন্টিনা-ব্রাজিল মহারণ শুরু হবে আজ রাত বাংলাদেশ সময় রাত ১টায়।

দুই দলের শেষ দেখায় অ্যাঞ্জেল ডি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। আজ কি সেই প্রতিশোধ নিবে ব্রাজিল নাকি জয়ের ধারা বজয়ায় রাখবে মেসির আর্জেন্টিনা। এছাড়া এই দুই দলের শেষ দশ দেখায় ব্রাজিল জিতেছে ৫টি, আর্জেন্টিনার জয় ৪টিতে। এতো গেল দুই দলের মুখোমুখি দেখার ফল। এবার দেখা যাক এবারের লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে কার কেমন অবস্থা? বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত ব্রাজিল ও আর্জেন্টিনা দু’দলই। ৭ ম্যাচ খেলে ৪ জয় ও ৩ ড্র নিয়ে ১৫ পয়েন্ট আছে আর্জেন্টিনার ঝুলিতে। অপরদিকে ৭ খেলায় ৭ জয় তুলে নিয়েছে তিতের শিষ্যরা। যথারীতি ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।

দুই দলের স্কোয়াডের দিকে চোখ বুলালে আর্জেন্টিনাকে শক্তিশালী দেখা যাচ্ছে। করোনায় কোয়ারেন্টাইন জটিলতার কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা অ্যালিসন বেকার, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসনসহ নিয়মিত স্কোয়াডের অনেকেই দলে নেই। নেইমার আছেন দলে। নেইমারের সঙ্গী হিসেবে খেলছেন ফ্ল্যামেঙ্গোর ফরোয়র্ড গ্যাব্রিয়েল বারবোসা। অপরদিকে আর্জেন্টিনার প্রিমিয়ার লিগে খেলা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, জিওভান্নি লো সেলসো আর্জেন্টিনা দলে যোগ দিয়ে ম্যাচও খেলেছেন। যদিও খর্বশক্তির স্কোয়াড নিয়েও চিলির বিরুধে জয় ব্রাজিলের বাড়তি আত্মবিশ্বাস দিবে এই ম্যাচে।

এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে সতর্ক কোপা চ্যাম্পিয়নরা। শিরোপা জেতাটাকে বড় প্রণোদনা উল্লেখ করলেও পা মাটিতে রাখার কথাই বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, ‘কাপ জেতাটা বিশেষ কিছু। এর জন্য ছেলেরা অনেক লড়াই করেছে। তবে আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই। নতুন করে শুরু করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে অনেক কঠিন সময় আসবে। আমাদের আরও উন্নতি করতে হবে’।

এদিকে আটে আট করার প্রত্যয় স্বাগতিক শিবিরে। চিলির বিপক্ষে জয়ের নায়ক এভারটন রিবেরিও বলেছেন, ‘টানা সাত জয় ঐতিহাসিক। আমরা এই রেকর্ডটিকে আটে উন্নীত করার প্রত্যাশা করছি। স্বাগতিক চিলির বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন এই ব্রাজিলিয়ান। তবে আর্জেন্টিনার বিপক্ষে কাজটা যে মোটেও সহজ হবে না সেটা খুব ভালোভাবেই অনুধাবন করছে স্বাগতিকরা। দলটির গোলরক্ষক ওয়েবারটন বলেছেন, এটা একটা কঠিন ডার্বি। আমাদের লড়াই করতে হবে। তবে আমাদের লক্ষ্য আটে আট’।

মন্তব্যসমূহ (০)


Lost Password