ভারত হতে আরও ২০০ টন অক্সিজেন দেশে আসলো

ভারত হতে আরও ২০০ টন অক্সিজেন দেশে আসলো

অদ্য ৯ আগস্ট, সোমবার দুপুরে তরল অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল বন্দরের রেলওয়েতে পৌঁছায় বলে জানা যায়। অক্সিজেনবাহী ট্রেনটির নাম "অক্সিজেন এক্সপ্রেস।" এই নিয়ে চলতি এটি অক্সিজেনের তৃতীয় চালান।

এই ট্রেনটি বেনাপোল বন্দরে অতিদ্রুত আনুষ্ঠানিকতা শেষ করে দেশে প্রবেশ করে বলে জানান বেনাপোল কাস্টম হাউজের এক কর্মকর্তা। এ চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুত উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি করবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password