হেফাজতের আমিরকে দাফনের আগেই নতুন আমির ঘোষণা

হেফাজতের আমিরকে দাফনের আগেই নতুন আমির ঘোষণা

হেফাজতে ইসলামের সাবেক আমির জুনাইদ বাবুনগরীর দাফন শেষ হতে না হতেই সংগঠনটির ভারপ্রাপ্ত আমির হিসেবে আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত আমির হিসেবে মুহিব্বুল্লাহ’র নাম ঘোষণা করা হয়। তিনি সম্পর্কে প্রয়াত জুনায়েদ বাবুনগরীর মামা।

রাতে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এক বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস।

এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্ত্রী, এক ছেলে, ছয় কন্যা এবং অসংখ্য স্বজন ও অনুসারী শোকাহত হয়েছেন।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাবুনগর গ্রামে ১৯৫৩ সালে জুনায়েদ বাবুনগরীর জন্ম হয়। পাঁচ বছর বয়সে তিনি আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় শিক্ষা জীবন শুরু করেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password