ফরিদপুর সালথায় আমন ধান সংগ্রহ শুরু

ফরিদপুর সালথায় আমন ধান  সংগ্রহ শুরু
MostPlay

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অভ্যন্তরীণ ধান/ চাল সংগ্রহ অভিযান এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এল এস ডি গোডাউনে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, সালথা এল এস ডি গোডাউন কর্মকর্তা বুলেট বৈরাগী, সালথা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান আজিজ, সহসভাপতি এম কিউ হুসাইন বুলবুল,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংবাদিক আবু নাছের হুসাইন, নুরুল ইসলাম নাহিদ, মজিবুর রহমান প্রমূখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন বলেন, কৃষকদের কাছ থেকে ২০২১-২২ অর্থ বছরে ৬শত ৫৯টন আমন ধান সংগ্রহ করা হবে। প্রথম দিনে কৃষকদের কাছ থেকে আমরা ৩টন ধান সংগ্রহ করেছি। ধানের প্রতি কেজি ২৭টাকা এক মন ১মন ১হাজার ৮০টাকা মূল্যে নির্ধারণ করা হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password