সব ধরনের জনসমাগম নিষিদ্ধ চাঁদপুরে

সব ধরনের জনসমাগম নিষিদ্ধ চাঁদপুরে

করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চাঁদপুরে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে প্রশাসন। একই সঙ্গে বন্ধ থাকবে জনসমাগমস্থল। বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ স্বাক্ষরিত এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়েছে- পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জেলায় সব ধরনের জনসমাগম যেমন সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়, বা অন্যান্য যেকোনো ধরনের জনসমাগম পুরোপুরি নিষিদ্ধ। জেলায় অবস্থিত সব ধরনের পর্যটনকেন্দ্র, বিনোদনের স্থান, সিনেমা হল ও থিয়েটার হলে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা থাকবে। রাত ৮টার পর জরুরি খাদ্যপণ্য বা ওষুধের দোকান ব্যতীত সব ধরনের শপিং মল, মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। হোটেলগুলোতে মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি লোক একসঙ্গে খাবার গ্রহণ করতে পারবে না। এছাড়া কর্মক্ষেত্রে অবস্থানকালে সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password