পুরান ঢাকায় হেলে পড়েছে ছয়তলা ভবন

পুরান ঢাকায় হেলে পড়েছে ছয়তলা ভবন

পুরান ঢাকার সূত্রাপুরের কুলুটোলা নামক এক এলাকায় ছয় তলা একটি ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে ওই ভবন থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনটিকে সিলগালা করে দেয়। বৃহস্পতিবার বিকাল প্রায় সাড়ে ৫ টা নাগাদ এই ঘটনাটি ঘটে।

ভবনটির কারো কোন ক্ষয়ক্ষতি না হলেও ভবনটির পূর্বপাশের একটি চারতলা ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

জানা গেছে, সূত্রাপুরের কুলুটোলা এলাকায় বিকাল সাড়ে ৫ টা নাগাদ ৪৭/২ তনুগঞ্জ লেনের 'হাজীবাড়ি এতোটুকু বাসা ' নামক ভবনটি হঠাৎ হেলে পড়ে। এতে ভবনের বাসিন্দারা আতংকিত হয়ে পড়ে। তারা দ্রুত ভবনটি ত্যাগ করে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং জানমালের ক্ষতি হয়নি এ ঘটনায়।

ছয় তলা ভবনটি ছিল বেশ পুরোনো এবং ছয়টি পরিবারের বাস। পাশে থাকা চারতলা ভবনটিও এখন ঝুঁকিপূর্ণ হয়ে আছে আর যেকোনো সময় দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। ঘটনাটি ঘটার পরপরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শনে এসে নানা পরীক্ষা নিরীক্ষা করে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দিয়ে যায়। রাজউকের চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসক দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে ভবনটি সিলগালা অবস্থাতেই আছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password