নওগাঁর পত্নীতলায় পরকীয়ার জেরে পিটিয়ে এক ব্যক্তির মৃত্যু, আটক ৬

নওগাঁর পত্নীতলায় পরকীয়ার জেরে পিটিয়ে এক ব্যক্তির মৃত্যু, আটক ৬

নওগাঁ জেলার পত্নীতলা উপজেলায় পরকীয়ার জেরে মারপিটের ঘটনায় মামুদপুর উত্তরপাড়া গ্রামের বিরেন চন্দ্রের ছেলে মিলন চন্দ্র সরকার (৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত মিলনের ১০ বিঘা জমি পাশের বালুঘা গ্রামের আদিবাসী কৃষক খিতিশ ও বুদু বর্গা চাষ করতেন। এই সুবাদে মিলন তাদের বাড়িতে যাওয়া আসা করতেন। মিলন প্রতিনিয়ত সন্ধার পর যেতেন এবং এশার আযানের সময় ফিরে যেতেন। আবার কোন কোন রাতে খিতিশের বাড়িতে থেকে যেতেন। সেখানে দেশীয় চুয়ানি, তাড়ি এই ধরণের নেশাও করতেন বলে জানা গেছে।

এতে প্রতিবেশীরা সন্দেহ করতেন যে, খিতিশের স্ত্রী লিলি মার্ডির সাথে মিলনের অনৈতিক সম্পর্ক আছে। তাই প্রতিবেশীরা খিতিশের পরিবার ও মিলনকে নিষেধ করেন, ওই বাড়ীতে যেন তিনি না আসেন। নিষেধের পরও গত শনিবার (২৯ মে) সন্ধ্যায় আবার মিলন ওই বাড়িতে যান।

প্রতিবেশীরা তাকে চলে যেতে বললে, কথা কাটাকাটির এক পর্যায়ে খিতিশের প্রতিবেশিরা মিলনকে দেশীয় লাঠিসোটা ও বটি দিয়ে আঘাত করলে মিলন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় ভ্যানচালকের মাধ্যমে এলাকায় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং মিলনের স্ত্রীকে বলা হয়, তিনি এ্যাক্সিডেন্ট করেছেন।

পরের দিন তার পরিবারের লোকজন তাকে নওগাঁ ইসলামী ক্লিনিকে চিকিৎসা করিয়ে বাড়িতে নিয়ে আসেন। গত (৩০ মে) রাতে তার শারিরিক অবস্থা খারাপ হলে স্বজনরা তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন। তাকে সকালে নিয়ে যাওয়ার আগেই রবিবার ভোর ৫টায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিলন ও লিলির মাঝে কোন পরকিয়া সম্পর্ক থাকতে পারে। তদন্তের মাধ্যমে আসল রহস্য জানা যাবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password