প্যান্টের বদলে মাস্ক পরে হাঁটছেন এক ব্যক্তি

প্যান্টের বদলে মাস্ক পরে হাঁটছেন এক ব্যক্তি

লন্ডনের ব্যস্ত রাস্তায় কেবলমাত্র একটি মাস্ক পরে এক ব্যক্তিকে হেঁটে যেতে দেখা গেছে। সেই ব্যক্তির হেঁটে যাওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে যে তার পরনে পোশাক বলতে কিছুই নেই। প্যান্টের বিকল্প হিসেবে তিনি পরেছিলেন শুধু একটি মাস্ক।

অক্সফোর্ড স্ট্রিট ধরে এভাবে হেঁটে যাওয়া ওই ব্যক্তিকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন সেই সময় রাস্তায় থাকা উপস্থিত জনতা। তাকে দেখে হতভম্ব হয়ে অনেকেই তাকিয়ে ছিলেন তার দিকে। অনেকে নিজেদের মোবাইলে ওই ব্যক্তির ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

মহামারি পরিস্থিতিতে লন্ডনে কেউ মাস্ক ব্যবহার না করলে একশ পাউন্ড জরিমানার নতুন আইন রয়েছে। এই সময়েই ঠিক কী কারণে ওই ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটিয়েছেন তা এখনও জানা যায়নি।

তবে জানা গেছে যে, এই ছবিটি তুলেছেন রয়টার্সের এক সাংবাদিক। তিনিও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

মন্তব্যসমূহ (০)


Lost Password