শেরপুরে করোনায় এক মানবাধিকার কর্মীর মৃত্যু

শেরপুরে করোনায় এক মানবাধিকার কর্মীর মৃত্যু
MostPlay

শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানবাধিকার সংস্থা "আমাদের আইন" শেরপুর সদর উপজেলার শাখার সভাপতি, শেরপুর নিউমার্কেট মনির ফ্যাশন এর সত্বাধিকারী, রোটারিয়ান সদস্য, মনিরুজ্জামান মনির এর মৃত্যু হয়েছে।

২৩ শে জুন (বুধবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি শেরপুর শহরের উত্তর নওহাটা মহল্লার বাসিন্দা এবং সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে শেরপুর শহরের উত্তর নওহাটা আলহাজ্ব মহসীন সাহেবের ধানের খলায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন  করা হয়েছে।

উল্লেখ্য,জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার খায়রুল কবির সুমন জানান, গত ১৭ জুন মনিরুজ্জামানের কোভিড পজেটিভ আসে। শ্বাসকষ্ট দেখা দিলে ১৯ জুন মনিরুজ্জামান জেলা সদর হাসপাতালে ভর্তি হলে উন্নত চিকিৎসার জন্য ঐ দিনই তাকে ময়মনিসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে শেরপুর জেলা গার্মেন্টস ব্যাবসায়ী, রোটারিয়ান, দৈনিক পত্রিকা পরিবার, মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখা, সদর উপজেলা ও পৌর শাখাসহ নকলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার মানবাধিকার কর্মীগণ আলাদাভাবে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


Lost Password