নওগাঁর মান্দায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়।

আজ রবিবার (২৩ এপ্রিল) উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের নুরুল্যাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে জোতবাজার ইয়াং ক্লাব কর্তৃক আয়োজিত এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শেখ শাহজাহান আলি ফটিকের পুত্র জহুরুল ইসলাম (সুজা) তিনি বলেন, এই ধরনের ফুটবল টুর্নামেন্ট যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য ভালো একটা উদ্যোগ।

এসময় তিনি জোতবাজার ইয়াং ক্লাবকে অভিনন্দন ও শুভকামনা জানান এবং সেই সাথে এই খেলাগুলো যেন অব্যাহত থাকে সে ব্যপারে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সিনিয়র মৎস্যকর্মকর্তা উয়ালিউল্লাহ শিপু পরিসংখ্যান অফিসার আব্দুস সালাম, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্যসমূহ (০)


Lost Password