রংপুরে অনুমোদনহীন মেডিকেল পণ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

রংপুরে অনুমোদনহীন মেডিকেল পণ্য বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা

রংপুরে অনুমোদনহীন মেডিকেল পণ্য বিক্রির দায়ে শাহিনুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীর একলাখ টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার (১৭ এপ্রিল) বিকেলে নগরীর মুলাটোল পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহিনুর রহমান বিভিন্ন অবৈধ ও নিম্নমানের মেডিকেল পণ্য লোভনীয় অফারের মাধ্যমে বিক্রি করছিলেন।

শিক্ষিত বেকার যুবকদের টার্গেট করে মোটরসাইকেল, গাড়ি, চারতলা বাড়িসহ বিভিন্ন দামি জিনিস দেয়ার প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন শাহিনুর।পরে পুলিশ অভিযান চালিয়ে প্রতারক শাহিনুরকে আটকের পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। এসময় বিপুল পরিমাণ অবৈধ মেডিকেল পণ্য জব্দ করে প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়।রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বলেন, স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্যসমূহ (০)


Lost Password