নওগাঁর বদলগাছীতে নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

নওগাঁর বদলগাছীতে নদীতে সাঁতার কাটতে গিয়ে কলেজ শিক্ষার্থী নিখোঁজ

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় নদীতে সাঁতার কাটতে গিয়ে আবু শাহাদত শাহি সরদার (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ আবু শাহাদত শাহি ঢাকার মুনশী আবদুর রউফ কলেজের এইচ এস সি বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র ও উপজেলার সরদার পাড়ার একরামুল হক (বাবুল) সরদারের ছেলে। ঘটনার দিন শনিবার দুপুরে বদলগাছীর ছোট যমুনা নদীর চরে ফুটবল খেলা শেষে মারুফ আর শাহি নদীতে সাঁতার কাটতে গিয়ে পানির প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১ টায় বদলগাছী সদরের নতুন হাট লাগানোর উদ্দ্যেশে ভরাট করা নদীর পশ্চিম-উত্তর স্থানের চরে মারুফ, রাতুল, সৈকত, বাপ্পা, রাহিম সহ ৬/৭ জন বন্ধু মিলে ফুটবল খেলছিলো। ফুটবল খেলা শেষে যমুনা নদীর পূর্ব পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাটতে নদীর পানিতে নামে মারুফ আর শাহি। সাঁতার কেটে পূর্ব পাড়ে যেতে নদীর মাঝখানে গিয়ে সাঁতার কাটতে দম ফুলিয়ে ক্লান্ত হয়ে গেলে পানিতে হাবু ডুবু খেয়ে আরম্ভ করে এবং তলিয়ে যেতে থাকে আবু শাহাদত শাহি।

এ অবস্থা দেখে তার সব বন্ধুরা নদীর পশ্চিম পাড় থেকে তড়িঘরি করে সাঁতার কেটে নদীর মাঝখানে এসে শাহিকে নদীর পূর্ব পাড়ে অবস্থিত বাঁশ ঝাড়ের ঝুলন্ত বাঁশ ধরে উঠে আসতে বললে সে বাঁশ ধরতে পারেনি। রক্ষা করার চেষ্টাকালে আবু শাহাদত শাহি নদীতে তলিয়ে যায় বলে জানান তার বন্ধুরা ।

নিখোঁজ শাহির বন্ধুরা আরো বলেন, শাহি বাঁশ ধরতে না পেরে নদীর পানির প্রবল স্রোতে পূর্ব দিকে তলিয়ে যায়। বিকেল ৩টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাছেন বলে দল প্রধান কবির হোসেন বলেন। দল প্রধান আরো বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য রাজশাহীর এক দল ডুবরিকে নিতে খবর দেয়া হয়েছে তারা পথে রয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার এসআই আব্দুল আজিজ । থানার পরিদর্শক (ওসি) আতিকুল ইসলাম বলেন, নিখোঁজ ছাত্রকে উদ্ধারের কাজ অব্যহত রয়েছে। রাজশাহীর ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


Lost Password